ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান লন্ডনের প্রাসাদে বসে লাদেনের মতো বক্তৃতা দেন

50
admin
নভেম্বর ১৪, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

তারেক রহমান লন্ডনের প্রাসাদে বসে লাদেনের মতো বক্তৃতা দেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ১৪ সেপ্টেম্বর ভয়াবহ আগুনে মার্কেটটি পুড়ে যায়। এর ৬০ দিন পর মার্কেটটি পুনর্নির্মাণের কাজ শুরু হলো।

নানক বলেন, তারেকের লক্ষ্য, আমি যে দেশে থাকতে পারিনি, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। সেই দেশকে আমি স্থিতিশীল থাকতে দেব না। যে দেশে মেট্রিক পাস করতে পারিনি, সেই দেশে আমি শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে দেব না। নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন:জামায়াতের মিছিলে পুলিশের লাঠি চার্জ

আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়ন ও গণতন্ত্র আজ হুমকির মুখে। গত ২৮ অক্টোবর কীসের স্বার্থে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশ সদস্যকে হত্যা করা হলো? এখন কেনো অবরোধ দেওয়া হচ্ছে? এ অবরোধ জনগণের বিরুদ্ধে অবরোধ।

নানাক বলেন, শেখ হাসিনা মানুষের কষ্ট লাঘব করতে নিরন্তর পরিশ্রম করেন। তাহাজ্জুত নামাজ পড়েন, ফজরের নামাজ আদায় করে এদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করেন। সেই মানুষটির কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ভুল করিনি। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলররাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।