স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার হাওর পাড়ের মেয়ে ছোট্ট শিশু ফারজিনা আক্তার। সে “কুড়া পক্ষির শূন্যে উড়া” সিনেমায় অভিনয় করেছিলো। মাত্র চার বছর বয়সের শিশু ফারজিনা আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
সে তাহিরপুর উপজেলার ছিলানি তাহিরপুর গ্রামের আবু সায়েমের মেয়ে। ভুমিহীন পরিবারের সন্তান ফারজিনা আক্তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। কোন রকমের প্রাতিষ্ঠানিক অভিনয় বা প্রশিক্ষণ ছাড়াই সে শিশু শিল্পী হিসাবে মুহাম্মদ কাঈয়ুম পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি কুড়া পক্ষির শূন্যে উড়া ছবিতে অনবদ্য অভিনয় করে ফারজিনা পুরস্কৃত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ফারজিনা আক্তার। অভিনন্দন ফারজিনা আক্তারকে। হাওর পাড়ে অসংখ্য ফারজিনা আক্তার বাস করে। অভাব- অনটন – দারিদ্র্য কোনটিই শিশুদের মেধা বিকাশের অন্তরায় হতে পারে না। ফারজিনা আক্তার এটি প্রমাণ করেছে। শুভকামনা রইল ফারজিনা আক্তারের জন্য।