মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় বিধবা সুবতারা বেগমের শেষ সম্বল বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্বামীর দেয়া এ ঘরটিই ছিলো তার শেষ ঠিকানা। আজ তার এ ঘরটিও নেই। রাতে আধাঁরে ভয়াবহ আগুনে ছাই হয়ে যায় সুবতারার স্বামীর দেওয়া ঘর। খোলা আকাশের নিচে রাত কাটানো ছাড়া উপায় নেই তার।
গতকাল ১৮ নভেম্বর শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া খালপাড় এলাকায় এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘরে আগুন দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্ত অল্প সময়ের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সুবতারা বেগমের ঘরে থাকা ফ্রিজ, টিভি, সুকেচ, খাট, সোফা, নগদটাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ২লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
সুবতারা বেগম বলেন, ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি। মানুষের দেওয়া কাপড়চোপড় পরে আছি। আমার থাকার কোন যায়গা নাই। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমার স্বামীর ভিটায় যেন আমাকে একটি ঘর তৈরি করে দেয়।