ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি :
ফতোয়া বোর্ডের তত্ত্বাবধানে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার কিছু মাদরাসায় এতিম গরিব ও অসহায় শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়।
২৭ নভেম্বর (সোমবার) দুপুর ১২ টায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিভিন্ন মাদরাসার পরিচালক ও প্রতিনিধি শিক্ষকদের হাতে এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, ফতোয়া বোর্ড নরসিংদী, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা – চেয়ারম্যান, মুফতী মুস্তফা আল ফারুকী।
এ সময় উপস্থিত ছিলেন, ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশ এর পরিচালনা পরিষদের সভাপতি শরিফ মোহাম্মদ, নরসিংদী জেলার স্বনামধন্য সাংবাদিক, মাওলানা উমর ফারুক, মুফতি জাহিদ তাহসান নু’মানী, মাওলানা ইসমাইল ভাওয়ালী সহ নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ। এ সময় ফতোয়া বোর্ডের চেয়ারম্যান, মুফতি মুস্তফা আল ফারুকী বলেন, ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশ একটি সেবামূলক প্রতিষ্ঠান।
দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় বিভিন্ন দ্বীন দরদী মানুষের অর্থায়নে এবং কখনো ফতোয়া বোর্ডের নিজস্ব অর্থায়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের লক্ষ্যে মানবিক কাজে এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আজকে ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক, নরসিংদী অভারসিস এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব লায়ন মোঃ শফিকুল ইসলাম খোকন এর অর্থায়নে, ফতোয়া বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন মাদরাসার এতিম গরিব শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়।
ইনশাআল্লাহ! আল্লাহ যদি সহায় হোন এভাবেই আমাদের সেবামূলক ধারা অব্যাহত থাকবে। হিংসুকের হিংসা ও নিন্দুকের নিন্দা চলবেই এতে আমি কখনো ঘাবড়ে যাবো না। আমি এগিয়ে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে।
কেউ আমার পাশে থাকুক আর না থাকুক আমার জন্য আল্লাহই যথেষ্ট। নিয়ত যদি খালেছ থাকে কেউ কখনো সমালোচনা ও প্রতিহিংসা করে আমাদের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে পারবে না৷ ষড়যন্ত্র কারীদের একটা কথাই বলবো নিজেদের কাজে মন দিন, চেষ্টা করতে থাকুন একদিন বড় কিছু হতে পারবেন। প্রতিহিংসা করে কখনো কেউ সফল হতে পারেনি উল্টো নিজের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।