ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সূয়াপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আলী রাজ বহিষ্কার

50
admin
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার ধামরাই থানার সূয়াপুর ইউনিয়ন । যেখানে ২২টি গ্রামে জনসংখ্যা প্রায় ১৫,৮৬৫ জন । এতগুলো মানুষের বিভিন্ন সনদসহ সরকারি সুযোগ-সুবিধার হালনাগাদ এর গুরু দায়িত্ব পালন করে থাকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ।

মানব সেবার এমন মহান দায়িত্ব পালন করে কেউ হয়ে যাচ্ছে মানুষের বিচ্ছিন্ন আত্মার আত্মীয়, আবার অপব্যবহার করে অনেকেই বনে যাচ্ছে লাখোপতি থেকে কোটিপতি । এমন দায়িত্বের অপব্যবহারের অভিযোগ পাওয়া যায় সূয়াপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আলী রাজ ও তার সহযোগীদের বিরুদ্ধে ।

আরও পড়ুন:মুন্সীগঞ্জে সড়কে নিরাপত্তায় চেক পোস্ট বার হস্তান্তর

তথ্য নিয়ে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মানুষের বিভিন্ন ধরনের সনদের ক্ষেত্রে অনৈতিকভাবে তথ্য বালচাল করে আর্থিক লেনদেনের মাধ্যমে নাগরিকদের হয়রানির করে এসেছে । এমন অভিযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেলে অনুসন্ধানের মাধ্যমে তার কুকর্মের সততা প্রকাশ পেলে ইউনিয়ন পরিষদ থেকে তাকে বহিষ্কার করা হয় । এ বিষয়ে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, “আলী রাজ তথ্যকেন্দ্রের ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে এসেছে ।

এলাকার সাধারণ নাগরিকগণ আলী রাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে দাখিল করেছে । সে গরীব দুঃখী মানুষের বিভিন্ন সেবার খাত সহ বয়স্ক ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তথ্য হালনাগাদ এর ক্ষেত্রে লোকদের কাছে মোটা অংকের টাকা দাবি করে ব্যক্তিগতভাবে হাতিয়ে নিতো । সরকারি সেবা জন্ম নিবন্ধন এর ক্ষেত্রে নাম বানান ও তথ্য ওলটপালট করে সংশোধনের নামে মোট অংকের টাকা হাতিয়ে নিতো । এমন অসংখ্য অভিযোগ আলী রাজ ও তার সহযোগীদের বিরুদ্ধে ।

এমন কয়েকটি অভিযোগের সততা প্রমাণিত হলে তাকে ইউনিয়ন পরিষদ থেকে বহিষ্কার করা হয় ।” ” সূয়াপুর ইউনিয়নের নাগরিকদের প্রতি আমার আহ্বান তা হলো, আলী রাজ ও তার সহযোগীদের থেকে ইউনিয়নের সকল প্রকার সেবা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি ।

যদি কেউ তাদের থেকে প্রতারিত হন, সে ক্ষেত্রে ইউনিয়নের কর্মরত কেউ দায়ী থাকবে না । সূয়াপুর ইউনিয়নের সকল প্রকার সেবার ক্ষেত্রে আমি আপনাদের জন্য হাজির । কোন কিছু করার আগে কমপক্ষে আমাকে অবহিত করুন । আপনাদের সেবার জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছেন । জনগণের সেবাই আমার ধর্ম, এর জন্য সর্বদাই আমার দরজা খোলা “

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।