ডেস্ক রিপোর্ট
মেট্রোরেলের আরও দুইটি নতুন স্টেশন চালু হতে যাচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
তিনি বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ (আগারগাঁও-মতিঝিল) গত ৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন আমরা একটা কর্মপরিকল্পনা দিয়েছিলাম, আগামী তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু করব। সেটার ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর থেকে আমরা দুইটা নতুন স্টেশন চালু করতে যাচ্ছি। স্টেশন দুটি হলো বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৩ তারিখ থেকে এ দুইটা স্টেশনে ট্রেনগুলো যাওয়া এবং আসার পথে যাত্রাবিরতি দেবে।
এমএএন ছিদ্দিক বলেন, আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচলের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আমাদের আরো দুটি স্টেশন চালু করা বাকি। একটি হলো কারওয়ান বাজার, আরেকটি শাহবাগ। এ দুটি স্টেশন চালুর পর আমরা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো।