ডেস্ক রিপোর্ট
৪২ দিনে ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৬৭টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে।
আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৬টি।
সবশেষ গত ৭ ডিসেম্বর ঢাকা নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর সংবাদ পায় ফায়ার সার্ভিস। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এবং ১০ জন জনবল কাজ করে।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর রাজধানীতে বিএনপির ডাকা মহাসমাবেশ বানচাল হয়ে যায়। এরপর থেকে দলটি অব্যাহতভাবে হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যারা হরতাল-অবরোধ ডেকেছে তারা লোক ভাড়া করে নাশকতা ঘটাচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা এই নাশকতার সঙ্গে জড়িত নয়। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দলটি।