ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

৪২ দিনে ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

50
admin
ডিসেম্বর ৮, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

৪২ দিনে ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৬৭টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৬টি।

আরও পড়ুন:বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

সবশেষ গত ৭ ডিসেম্বর ঢাকা নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর সংবাদ পায় ফায়ার সার্ভিস। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এবং ১০ জন জনবল কাজ করে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর রাজধানীতে বিএনপির ডাকা মহাসমাবেশ বানচাল হয়ে যায়। এরপর থেকে দলটি অব্যাহতভাবে হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যারা হরতাল-অবরোধ ডেকেছে তারা লোক ভাড়া করে নাশকতা ঘটাচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা এই নাশকতার সঙ্গে জড়িত নয়। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দলটি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।