ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

50
admin
অক্টোবর ১৬, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল গড়ালেও যানজট কমার কোনো লক্ষণ নেই। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৬ অক্টোবর) পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা গুলিস্তান ও শান্তিনগর এলাকায় যানজটের এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মতিঝিল ও পল্টন এলাকায় যানচলাচল প্রায় বন্ধ রয়েছে। ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। আর গুলিস্তান হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

পল্টনে জ্যামে আটকে থাকা রিয়াদ জানান, প্রায় ৩০ মিনিট হলো পল্টনে বসে আছি। গুলিস্তানেও অনেক জ্যাম। এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই।

মোর্শেদ নামে এক যাত্রী বলেন, নিউমার্কেট থেকে মতিঝিলে একটি কাজে যাচ্ছিলাম। যানজটের কারণে গাড়িতেই বসে আছি। জ্যামের কারণে আমার মতো অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, পল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে দুপুর একটা থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা এবং ফকিরাপুলে যান চলাচল ব্যহত হয়েছে। গাড়ি কোনো দিকেই চলতে করতে পারছে না। পল্টনে রাস্তা ফ্রি না হওয়া পর্যন্ত এই যানজট থাকবে বলেও জানান তিনি।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।