আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ডিসেম্বর শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মঈদাম কলেজের সামনে।
পরিবার ও গাড়িতে থাকা ব্যবসায়ী জয়নাল আবেদিন,আবেদ আলী, মিজানুর, রফিকুল ,আনার কলি,ছলেমন,হামিদুল, সূত্রে জানাযায় নিহত নুরুজ্জামান বিদেশ থেকে এসে গরুর ব্যবসা শুরু করে।গরু গ্রামে কিনে ভূরুঙ্গামারী হাটসহ বিভিন্ন হাটে বিক্রি করে।
ঘটনার দিন নুরুজ্জামানসহ আরও কয়েকজন ব্যবসায়ীসহ উক্ত এলাকার শাহজালালের ভটভটি দিয়ে গরু বিক্রির উদ্দেশ্যে ভূরুঙ্গামারী যাওয়ার পথে মঈদাম কলেজের পাশে পৌছালে ভটভটিতে আরও একটি গরু উঠাতে গিয়ে ভটভটিটি উল্টে খাদে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয় নুরুজ্জামান।
আরও পড়ুন:হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকের আত্মহত্যা
পরে স্থানীয়রা নুরুজ্জামানকে ভূরুঙ্গামারী সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম পাঠালে রাস্তায় মৃত্যু হয় নুরুজ্জামানের। নিহত নুরুজ্জামান উক্ত ইউনিয়নের ৭ নং ওয়াডের অকিবরের এক মাত্র ছেলে নুরুজ্জামানের (৩৫)। পাথারডুবী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছবুর ঘটনা সত্যতায় বলেন গরু তুলতে গিয়ে ভটভটিটি উল্টে নিচে পরে গিয়ে নুরুজ্জামানে একজন আহত হয়।
পরে মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন ঘটনা সত্য। ভটভটি উল্টে গিয়ে এক ব্যবসায়ী নিচে পরে গরুত্বর আহত হলে ভূরুঙ্গামারী মেডিকেলে চিকিৎসা নিয়ে কুড়িগ্রামে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায় নুরুজ্জামান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।