কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিশেীর দায়ের কোপে খলিলুর রহমান(৫০) নামে অপর এক প্রতিবেশী খুন হয়েছেন। গত শুক্রবার রাতে মৌচাক ইউনিয়নের হাবিবপুর আজুলীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। অভিযুক্ত প্রতিবেশী হলো একই এলাকার সামছুল মন্ডলের ছেলে লিয়াকত আলী(৩৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিবেশী লিয়াকতের সঙ্গে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে লিয়াকত উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পিছন দিক থেকে খলিলুর রহমানের পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষনে লিয়াকত তার হাতে থাকা দা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে পরে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান। অপরদিকে এঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক লিয়াকত হোসেন পলাতক রয়েছে। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে