মোকাররম হোসেন পিয়াস (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। শনিবার(৯ই ডিসেম্বর) উপজেলার দাগনভূঞা ও দুধমুখা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,হঠাৎ করেই অসাধু সিন্ডিকেট পেঁয়াজ দুইশত টাকা বা তার বেশি দামে বিক্রি করছে।যার জন্য উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দাগনভূঞার চার ও দুধমুখা বাজারের এক ব্যবসায়ীকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন দৈনিক ফেনীর সময়কে জানান,অসাধু ব্যবসায়ীরা পর্যাপ্ত মজুদ থাকার পরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় অভিযান পরিচালনা করা হয়েছে।জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে।