স্টাফ রিপোর্টার:-
বশেমুরকৃবির ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিগত ১২ অক্টোবর মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) এর সভাপতিত্বে অনুষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ফিশারিজ ফ্যাকাল্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভায় ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
সভায় কমিটির আহবায়ক পদে আসলাম হোসেন শেখ, যুগ্ম আহবায়ক পদে ইশতিয়াক আহমেদ রনি, মো: ইমদাদুল হক, মোঃ নাহিদ হাসান, মোঃ ফয়সাল হোসেন এবং সদস্য পদে মোঃ আপন দুলাল, রাবিনা আক্তার লিমা, মালিহা আনজুম, মোঃ ওয়াহিদুজ্জামান, নাজিয়া তাসনিম নির্বাচিত হয়।এ সময় উপস্থিত ছিলেন একোয়াকালচার বিভাগের প্রবীণ প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, ফিশারিজ টেকনোলোজি বিভাগের প্রফেসর ড. এ কে এম আজাদ শাহ, অনুষদের ফিশারিজ বায়োলজি এন্ড একুয়াটিক এনভায়নমেন্ট বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ শাখাওয়াত হোসেন, জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জিনিয়া রহমান, একোয়াকালচার বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী দাস, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. তাসমিনা আক্তার এবং ফিশারিজ টেকনোলোজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল, অনুষদের বিভিন্ন ব্যাচের বিএস (ফিশারিজ) ডিগ্রীধারী অ্যালামনাইবৃন্দ।
ফিশারিজ ফ্যাকাল্টির সম্মেলন কক্ষে আহবায়ক কমিটি গঠন সংক্রান্ত সভা নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্য বলেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ।
উপাচার্য নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে দিক নির্দেশনা ও সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান (বকুল) এর সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ নবগঠিত কমিটির আহবায়ক ও গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের (সংযুক্ত: দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প) সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ বলেন, প্রাতিষ্ঠানিক অ্যালামনাই এসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম যেটি প্রাক্তনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সৌহার্দ্য গড়ে তোলা, পরস্পরকে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
যে উদ্দেশ্যে তাঁকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত কমিটির আহবায়ক পদের দায়িত্ব দেয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কমিটির অন্যান্য সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।