ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

১৬ই ডিসেম্বর উপলক্ষে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

50
admin
ডিসেম্বর ১৪, ২০২৩ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা- মিতরা ইউনিয়নের পূর্ব মিতরা স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন করেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় অগ্রনী ভূমিকা পালন করে ভূয়সী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরন করে বলেন,এই দেশটা স্বাধীন হয়েছে,আমরা স্বাধীন দেশের নাগরিক। আশা একটি ঋন দানকারী প্রতিষ্ঠান। আশার সারা বাংলাদেশ ৩ হাজার ব্রাঞ্চ আছে, প্রায় ৭০ লাখ সদস্য আছে। আরো ৭০ টি দেশে এর কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। আশা ম্যাটস,আশা ইউনিভার্সিটি, ইত্যাদি সুন্দর ও সুষ্ঠুভাবে নিজেস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। ঋন কার্যক্রমের পাশাপাশি আমাদের অনেক পোগ্রাম আছে, যেমন স্বাস্থ্য প্রোগ্রাম,শিক্ষা প্রোগ্রাম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ,ব্যবস্থসপত্র প্রদানসহ, অসংখ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এসময় আশা’র শাখা ম্যানাজার মো: লাল মিয়া, সহকারী ম্যানাজার মো: মিজানুর রহমান, শিক্ষা অফিসার মোহাম্মদ আলীএইচ,সি,আই,ডা: ফেরদৌসী আক্তার,স্বাস্থ্য সহকারী বিপাশা,হালিমা,সামিয়া, ফারজানা ও বেতিলা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর মাহমুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।