ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ গরাণ কাটার অপরাধের অভিযোগ ৩ জেলে আটক

50
admin
অক্টোবর ১৬, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। গতকাল সোমবার (১৬ অক্টোবর) ভোর ৪ টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন সন্ন্যাসী খাল থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে কর্তন নিষিদ্ধ ১৫০ টি গরাণ কাঠের সিটি,১ টি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন, কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের মনির উদ্দীন পাড়ের ছেলে আজিজুল ইসলাম (৪৫), মহারাজপুর গ্রামের আবুল ঢালীর ছেলে কুদ্দুস ঢালী (৫০) ও একই গ্রামের বারিক ঢালীর ছেলে শাহাবুদ্দিন ঢালী (৪০)। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, সুন্দরবনের সন্ন্যাসী খালে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করা হয়েছে।
তাদের সাথে থাকা আরও ২ জেলে নৌকা থেকে লাফিয়ে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। অপরদিকে একই খালে আরেকটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০০ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।