ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ব্র্যাকের আয়োজনে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যমদের নিয়ে ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্পের দিন ব্যাপী সভা অনুষ্ঠিত

50
admin
ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান

জামালপুরে ব্র্যাকের আয়োজনে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম তিনি উল্লেখ্য করেন ব্র্যাক কর্তৃক আয়োজিত এ ধরনের কার্যক্রমটি অনেক ভাল, অধিকার এখানে, এখনই (Right Here Right Now) প্রকল্প সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কার্যক্রমের সাথে সরকারি দপ্তর সহ এনজিও গুলো ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাকের এরিয়া কো- অর্ডিনেটর জিল্লুর রহমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন তিনি বলেন কিশোর ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তীর ক্ষেতে যে সামাজিক ‘ ট্যাবু ও বাঁধা রয়েছে তা দূর করা। সমাজের বিভিন্ন শ্রেনী- পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করা।ব্র্যাকের ডিওয়াইএম কাকলি আক্তার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

জামালপুরে ব্র্যাকের আয়োজনে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যমদের নিয়ে ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্পের দিন ব্যাপী সভা অনুষ্ঠিত

মুক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, উন্নয়ন সংঘের আরজু আহমেদ, এফপিএবির জেলা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সাংবাদিক মো: মঞ্জুরুল হক, মোঃ বিপুল মিয়া প্রমুখ।আলোচনা সভায় এনজিও কর্মী, কাউন্সিলর ও সাংবাদিকরা কিশোরীদের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন নির্দেশনামুলক পরামর্শ দেন। বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন আহমেদ ফারুক, জেলা সমন্বয়ক, ব্র্যাক জামালপুর।

আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।