স্পোর্টস ডেস্ক
চলমান ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটিতে বড় হারের স্বাদ নিতে হয়েছে পাকিস্তানকে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসের ঘরের মতই ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং অর্ডার, ফলে দলীয় রান দুইশোও পেরোতে পারেনি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন হারের পর ম্যান ইন গ্রিনদের অধিনায়ক বাবর আজমকেই দুষছেন দেশটির সাবেক কিংবদন্তীরা। এদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মঈন খান।
ভারতের বিপক্ষে ম্যাচে শুরুতেই দুই ওপেনারকে হারালেও বাবর- মোহাম্মদ রিজওয়ান জুটিতে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। তবে ১৫৫ রানে দুই উইকেট থেকে এক পর্যায়ে মুহূর্তেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং প্রতিরোধ, অলআউট হয় মাত্র ১৯১ রানে। এ ম্যাচে ৫৮ বল খেলে ৫০ রান করেছিলেন বাবর।
তবে বাবরের ব্যাটিংয়ের ধরণ পছন্দ হয়নি সাবেক অধিনায়ক মঈনের। তিনি দাবী করেছেন, ভারতীয় বোলারদের বিপক্ষে সেদিন ভীতসন্ত্রস্ত ছিলেন বাবর। এ কারণেই দলকে পথ দেখাতে পারেননি তিনি। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে নিজের স্বাভাবিক খেলাটা খেলত পারেনি বাবর। যখন ও ক্রিজে আসে তখন পাকিস্তানের অবস্থা ভালো ছিল। তাই অধিনায়ক হিসেবে সেই ধারা বজার রেখে আরেকটু আক্রমণাত্মক হিসেবে খেলা দরকার ছিল তাঁর।
তিনি আরও বলেন, ‘আপনার অধিনায়ক যখন ভীত থাকবে, ঠিকভাবে খেলবে না তখন এর ছাপ দলের বাকিদের উপরও পড়বে। ভারতীয় বোলারদের বিপক্ষে সেদিন সবাই চাপে ছিল। এ কারণেই ঠিক ভাবে শট খেলতে পারেনি কেউ। যদি আপনি শুরু থেকেই এই ভয়ে থাকেন যে শট খেললেই আউট হয়ে যাবেন তখন বেশিদূর যাওয়া যাবে না।’
এদিকে ভারতের বিপক্ষে হারের পর অধিনায়ক বাবরের সমালোচনা করেছেন শোয়েব মালিকও। তিনি বলেন, ‘দলের অধিনায়ক বাবর, তাই সব দায়-দায়িত্বও তাকেই নিতে হবে। অবশ্যই বিকল্প পরিকল্পনা রাখতে হবে। যখন আপনি বড় দলের সাথে খেলেন তখন ওরা আপনার প্ল্যান এ কে আঘাত করবেই। কিন্তু আপনার অবশ্যই বিকল্প ভাবনা থাকতে হবে।’