ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মন্ডপে মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ সাজসজ্জা

50
admin
অক্টোবর ১৭, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যা আগামী ২৪ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
দেবী দূর্গাকে বরণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সর্বত্রই চলছে প্রতিমা তৈরির ধুম। প্রতিমা বানানো থেকে শুরু করে সব কাজ করতে হয় পঞ্জিকা দেখে, তাই সময় মতো কাজ শেষ করতে কারিগররা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। এ বছর মহাষষ্ঠীতে এই মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে(ঘোড়ায়) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে ঘোটকে (ঘোড়ায়) চড়ে‌ কৈলাশে ফিরবেন।
জানা যায়, এ বছর দূর্গা দেবীকে আনুষ্টানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৪টি পূজা মন্ডপ ঘিরে চলছে মঞ্চ,প্যান্ডেল,তোরণ নির্মান ও আলোকসজ্জার কাজ। স্থানীয় কারিগর না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা কারিগর এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা। শেষ মূহুর্তে কারিগররা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
এদিকে উপজেলার কয়েকটি পুজা মন্ডপে গিয়ে দেখা যায়, শিল্পীদের নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে মনের মাধুরি মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে। তার সঙ্গে বিদ্যার দেবী স্বরসতী, ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং তার সঙ্গে দেবতা কার্তিক ও গনেশসহ নানা দেব-দেবীর প্রতিমার রূপকে ফুটিয়ে তুলছেন নিপুণ হাতের ছোঁয়ায়। এছাড়া পুজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরীর কাজের পাশাপাশি চলছে মঞ্চ সাজসজ্জার কাজ। কেননা আর কদিন পরেই ঢাকের বাজনা, উলুধ্বনি আর আরতিতে মুখরিত হয়ে উঠবে হোসেনপুরের পূজা মন্ডপগুলো।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলার সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল কুমার সরকার জানান, উৎসবমূখর পরিবেশে উপজেলার প্রতিটি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা নিবিগ্নে করতে পারবেন। প্রতিবারের মতো এবারও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।