ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ রোহিঙ্গা যুবককে খুন করেছে দুর্বৃত্তরা

50
admin
জানুয়ারি ১৩, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ রোহিঙ্গা যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে দুই রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে হুজিত উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে। নিহত মো. হুজিত উল্লাহ (৩৪) ওই ব্লকের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। এক পর্যায়ে ছয় থেকে সাত জন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিতের পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এখবর শোনার পর থানার পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, কে বা কারা কী কারণে খুন করেছে পুলিশ সেটি এখনো সঠিকভাবে নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।