ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

50
 মোঃ তোফাজ্জল হোসেন স্টাফ রিপোর্টারঃ
জানুয়ারি ১৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ পোরশায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই হামিদুল গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর বালাশহীদ এলাকার দক্ষিণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত্যু জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম, রহিমের ছেলে ইসমাইল ও বারকুল্লার সঙ্গে বিরোধ চলছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে বিবদমান জমি মাপের সময় রহিম ও তার ছেলের সঙ্গে মাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। ছুরির আঘাত করে তারা পালিয়ে যায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ওসি শাহীন রেজা দৈনিক তালাশ টাইমস্ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।