মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৫ম বার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজ উদ্দীন (এম এ)।তিনি উপজেলার সাবেক বর্ষীয়ান ছাত্রনেতা ও সিদলা ইউপির সাবেক সফল চেয়ারম্যান।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর কার্যালয়ে উক্ত নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের প্রস্তাবে ও সকল নির্বাচিত সদস্যদের সমর্থনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিভাবক সদস্য আজিজুল হক,পিকুল মিয়া,মাখন মিয়া,সবুজ মিয়া, দাতা সদস্য মফিজ উদ্দিন ক্বারী, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম,শিক্ষক প্রতিনিধি মৌঃ আঃ সালাম, মোঃ আঃ কাদির শেখ,শরীর চর্চা শিক্ষিকা সুমি আক্তারসহ সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে মোহাম্মদ সিরাজ উদ্দীন (এম এ)কে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি সিরাজ উদ্দীন বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাবেন।
উল্লেখ্যঃ সিরাজ উদ্দিন উপজেলার বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সফল ভাবে দ্বায়িত্ব পালন করেছেন এবং পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনবার এডহক ও এবারসহ ২বার নির্বাচিত।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।