ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রজেক্টের কিশোরী আন্দোলনের সমাপনী অনুষ্ঠান

50
admin
অক্টোবর ১৮, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 জাহিদুল ইসলাম গান্ধী জামালপুর জেলা প্রতিনিধি

“কিশোরী নিরাপত্তা নিশ্চিত করি, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ি” শীর্ষক কিশোরী আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর কিশোরী দলনেতা জামিলা জান্নাত বলেন যে আমরা প্রথমে কিশোরীদের নিরাপত্তা সংক্রান্ত জরিপ কাজ করি, তারপর জরিপ কাজ শেষে জরিপের ফলাফল উপস্থাপন সভা করি, এবং বিষয়ভিত্তিক নাটক করেছি।

আজ কিশোরী “নিরাপত্তা নিশ্চিত করি, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ি” শীর্ষক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল সম্মানিত সুধীগনের সহযোগিতা চাই।” এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পটি ইউএনএফপিএ বাংলাদেশের অর্থায়নে কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং এফপিএবি-এর তত্ত্বাবধানে জামালপুরের ৫ টি কমিউনিটি বেইজ অর্গানাইজেশন স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, গনচেতনা, অগ্রগামি দুঃস্থ মহিলা সংস্থা এবং আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা-এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), জামালপুর সদর, জামালপুর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, জামালপুর সদর জামালপুর, মোঃ কামাল হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জামালপুর সদর উপজেলা, এফপিএবির জেলা কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান, এফপিএবির কো-অর্ডিনেটর মাহিনুর সিদ্দিকা হ্যাঁপী, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, অগ্রগামি দুঃস্থ মহিলা সংস্থার নির্বাহী, পরিচালক রাশিদা ফারুকী, গনচেতনা এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাতেমা নার্গিস, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাউয়া শিউলি, অপরাজেয় বাংলাদেশ এর আশরাফুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম গান্ধী, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর ফিল্ড সুপারভাইজার মোঃ বিলাত আলী, ৫ টি সংস্থার কিশোরী দলনেতা সহ সম্মানিত সকল কিশোরীদের অভিভাবকগন।

উক্ত সভায় প্রধান অতিথি মোহাম্মদ আবুল হোসেন উপজেলা চেয়ারম্যান জামালপুর সদর তার মূল্যবান বক্তব্যে বলেন আমাদের কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সকল সহযোগীতার মাধ্যমে তাই উপস্থিত সকল কিশোরীদের সহযোগিতা করার জন্য সম্মানিত সুধীজনদের অনুরোধ করেন।

পরিশেষে প্রধান অতিথি আরো বলেন যে ইউএনএফপিএ এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এফপি এবির মাধ্যমে যে পাঁচটি সংস্থা কিশোরীদের নিয়ে কাজ করেছেন তা অনেক প্রসংশনীয় খুবই ভালো তিনি সবাই কে আন্তরিক ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভাপতি মোঃ বরকত উল্লাহ কমিশনার (ভূমি) তার বক্তৃতায় বলেন কিশোরীদের নিয়ে যে ৫ টি সংস্থা কাজ করে যাচ্ছেন তা অনেক প্রসংশনীয় তিনি আরো বলেন কিশোরী- কিশোরীদের অভিভাবক তাদের সাথে আইনি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাথে সবাই কে যোগাযোগ করতে বলেন যদি তোমাদের স্কুলে যাতায়াত বা পথচলায় শহরের যেকোনো প্রান্তে যদি কখনো ইভটিজিং, যৌন হয়রানি অথবা বখাটেদের উৎপাতের শিকার হও ঠিক সেই মুহূর্তে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ কে জানালে আমি নিজে সেখানকার স্হানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এর সুষ্ঠু বিচারের ব্যবস্হা করবো সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি কাজী শাহনেওয়াজ জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ সাহেবের বক্তব্যে বলেন যে আইনি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাথে সবাই কে যোগাযোগ করতে বলেন যদি তোমাদের স্কুলে যাতায়াত বা পথচলায় গ্রাম অথবা শহরের যেকোনো প্রান্তে যদি কখনো ইভটিজিং, যৌন হয়রানি অথবা বখাটেদের উৎপাতের শিকার হও, সেই মুহূর্তে আমাদের কে জানালে আমি নিজে সেখানকার স্হানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এর সুষ্ঠু বিচারের ব্যবস্হা করবো।

পরে তিনি আরো বলেন আমাদের কিশোরীদের নিরাপত্তার জন্য আমাদের সকল কিশোরীদের কে আরো সচেতন হতে হবে। স্থানঃ- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটরিয়াম, জামালপুর সদর, জামালপুর।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।