ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেলের প্রতিকৃতি তৈরি করে প্রসংশায় ভাসছে জেলা ছাত্রলীগ

50
admin
অক্টোবর ১৯, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রায়হান মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে সহস্রাধিক মোমবাতি প্রজ্বলন করে সেই মোমবাতির আলোয় শেখ রাসেলের প্রতিকৃতি তৈরি করে প্রসংশায় ভাসছে জেলা ছাত্রলীগ। মোমবাতির আলোয় ভেঁসে উঠা শেখ রাসেলের প্রতিকৃতি দেখতে ও শ্রদ্ধা জানাতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ নানান বয়সী মানুষ ভীড় করেন।
উল্লেখ্য, এর আগেও শেখ হাসিনার ছবি ও নৌকার ছবির আদলে ছাত্রলীগের হাজারো নেতা-কর্মী দিয়ে মানব প্রতিকৃতি তৈরি করে ভূয়সী প্রসংসা কুড়িয়ে ছিল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে তথা বুধবার (১৮ অক্টোবর) শুরুর ক্ষণে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে মোমবাতির প্রজ্বলিত আলোয় ভেসে ওঠা শেখ রাসেলের প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফ, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বি, সাধারণ সম্পাদক বিন্দু, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ঝিনুক, সাধারণ সম্পাদক তুহিন, পৌর ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
মোমবাতির আলোয় তৈরি করা শেখ রাসেলের প্রতিকৃতি দেখতে আসা বেলগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ ও তার পুত্র আরমান বাবু বলেন, এতগুলো মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় শেখ রাসেলের প্রতিকৃতি তৈরি করে জন্মদিন পালন করা জীবনে এই প্রথম দেখলাম। শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানাতে এমন ব্যতিক্রমী আয়োজন করায় জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়ন বলেন, শেখ রাসেলের মধ্যে স্বপ্নের পাপড়ি গাঁথা ছিল। সেই স্বপ্নকে ঘাতকরা শেষ করে দিয়েছে। শেখ রাসেলকে আমরা ধারণ করেছি আমাদের অন্তরে। শেখ রাসেল বেঁচে থাকবে চিরকাল।
এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলাব্যাপী শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।