নারী বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হচ্ছে কাল থেকে। টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে জ্যোতিরা তোলেন ২৭৬ রান (৪৯.৪ ওভার)। পরে পাকিস্তান ‘এ’ দলকে ১০৯ রানে অলআউট করে ১৬৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
লাহোরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করেন জ্যোতিরা। ফারজানা হক ৫ চারে ৮৫ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন। অধিনায়ক জ্যোতি করেন ৭২ বলে ৭০ রান। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। এছাড়া দিলারা আক্তার ২৯ করেন, শেষ দিকে জান্নাতুল ফেরদৌস ৪৬ রানে অপরাজিত থাকেন।
Leave a Reply