আইপিএলে আবারও দেখা গেল রান উৎসব। লখনৌ সুপার জায়ান্টসের গড়া রান পাহাড় প্রায় টপকেই যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে একাই ছুটছিলেন রিংকু সিং। কিন্তু লখনৌয়ের দুর্দান্ত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত তারা পেরে উঠল না। রুদ্ধশ্বাস ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে রিশাভ পান্তের দল।
ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শ আর নিকোলাস পুরানোর তাণ্ডবে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্টস। ১০.২ ওভার স্থায়ী ওপেনিং জুটিতেই এসে যায় ৯৯ রান। এইডেন মার্করাম ২৮ বলে ৪৭ আর মিচেল মার্শ ৪৮ বলে ৬ চার ৫ ছক্কায় ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনে নেমে নিকোলাস পুরানও কম যাননি। মাত্র ৩৬ বলে ৭ চার ৮ ছক্কায় অপরাজিত ৮৭ রানের ইনিংস আসে এই ক্যারিবিয়ানের ব্যাট থেকে। কলকাতার হর্ষিত রানা বল হাতে ৫১ রান খরচায় নেন ২ উইকেট।
Leave a Reply