বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঝড়ো হাওয়ায় ঘরের ছাদে হেলে পড়া ইউকেলিপট্যাস গাছের ডাল কাটার সময় ছাদ থেকে নিচে পড়ে যান টাঙ্গাইলের গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফ আলী (৬২)।
এসময় পরিবারের অন্য সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। টাঙ্গাইল নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াদুদ হোসেন ।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি গোপালপুর পৌর এলাকার বাখুরিয়াবাড়ি মহল্লার মরহুম আন্তাজ আলী মাষ্টারের মেজো ছেলে।
এঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজ অধ্যক্ষের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক কণ্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রবিবার বাদ আছর, বাখুরিয়াবাড়ি মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
Leave a Reply