ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে এস এস সি পরীক্ষা দিচ্ছে চার হাজার ছয়শত পনেরো জন শিক্ষার্থী

50
admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে এস এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে প্রায় চার হাজার ছয়শত পনেরো জন শিক্ষার্থী। মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টার সময় শেষ হয়।

সারাদেশে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়, মির্জাপুর উপজেলায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৪৯ জন। এরমধ্যে প্রথমদিন এসএসসি জেনারেল,দাখিল ও ভোকেশনাল বিভাগের ৪৬৪৯ জনের মধ্য থেকে ৪৬১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এস এস সি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিলো ৩৪ জন পরীক্ষার্থী। মির্জাপুর উপজেলায় মোট এস এস সি ৫টি কেন্দ্র এবং দাখিল একটি ভোকেশনাল একটিসহ এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাংবাদিকদের জানান , এবার এস এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এবং শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন সংবাদমাধ্যমকে জানান, যে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ ভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।