প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাক প্রাথমিক শিক্ষা।। অনন্যা রহমান।।
প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাক প্রাথমিক শিক্ষা। ৮ বছরের অর্জিত অভিজ্ঞতা থেকে বলছি,প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক।শিশু তার প্রথম শিক্ষা শুরু করে তার মা বাবা, কিংবা পরিবার পরিজন দের কাছ থেকে।এর পরেই শিশুর প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষাজীবন শুরু হয়।প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর পূর্ণ ব্যক্তিত্ব বিকাশ,আজীবন শিখনের ভিত্তি রচনায় সহায়ক।
বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি ২০১০, ৫+বয়সী শিশুদের জন্য ১ বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হাতে নেয়,পরবর্তীতে ৪+ বয়সীদের জন্য ২ বছর মেয়াদী শিক্ষা চালু করা হয়।
প্রাক প্রাথমিক শিক্ষা কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসা অস্বাভাবিক নয়।একটু মনোযোগ দিয়ে প্রাক-প্রাথমিক এর শিক্ষাক্রম, শিক্ষকসহায়িকা ও পাঠ্যবই দেখলেই ধারণা পাওয়া সম্ভব।এনসিটিবির কল্যানে এখন সবাই এই বই বিনামূল্যে সংগ্রহ করতে পারে।প্রাক প্রাথমিক এর কৌশল হিসেবে প্রথম যেটা না বললেই নয় তা হলো আনন্দদায়ক ও শিশুবান্ধব পরিবেশ।এছাড়াও শিশুকে তার পরিবেশ সম্পর্কে সচেতন করা, মুক্তিযুদ্ধের চেতনা,নিজস্ব সংস্কৃতি চর্চায় উৎসাহিত করে।ব্যায়াম ও অন্যান্য একটিভিটিজ শিশুর সূক্ষ্ম পেশীর বিকাশে সহায়ক।এছাড়া শিশুকে প্যাটার্ন, রঙ,ছড়া,গান,নাচ চর্চার মাধ্যমে তার অনুসন্ধিৎসা ও কৌতুহলকে গুরুত্ব দেয়া হয়।
প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে যে ভুল ধারণা প্রচলিত আছে তা হলো–এখানে শুধু নাচ,গান বা খেলতে দেয়া হয়।প্রকৃতপক্ষে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে খেলা ও কাজের মাধ্যমে শিশুর সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়।শিশু খেলার ছলে শেখে,শিখতে আনন্দ পায়,না বুঝে শেখে।
আজকের শিশু আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মানে কার্যকর ভূমিকা পালন করবে।তাই ওদের সঠিকভাবে গড়ে তোলা আমার আপনার সকলের দায়িত্ব। ওদের বয়স অনুযায়ী শিক্ষা নিশ্চিত করলে ওদের হাত ধরেই আমরা পাবো স্বপ্নের বাংলাদেশ।
–অনন্যা রহমান
-সহকারী শিক্ষক, গৌরনদী, বরিশাল
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।