নাজির হোসেন কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে আজহারুল ইসলাম(৩৫) নামে এক পুরুষের পুরুষ অঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় আজহারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এই কাজ করে।
২০ এপ্রিল শনিবার সকাল সারে ৫ টায় স্থানীয় মানুষ জন ঘর থেকে চিল্লাচিল্লি শুনতে পেয়ে ছুটে এসে রক্ত দেখতে পেলে কলারোয়া থানায় এবং ৯৯৯ এ কল দেই পরে গ্রাম পুলিশ এসে দরোজা ভেঙ্গে ভিতরে ঠুকলে স্বামী স্ত্রী দুইজন অচেতন অবস্থায় দেখতে পাই। তাদের চিকিৎসা জন্য কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লিট হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে দুই জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর চিকিৎসা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রী ঝরনা খাতুন চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয়দের সূত্রে জানাযায়, ৩ মাস আগে পাঁচ পোতা গ্রামের হাসের আলীর বাড়িতে ভাড়া আসে।কিন্তু মাস খানিক আগে থেকে আজহারুল ইসলাম তার প্রথম স্ত্রী কাছে থাকতে থাকে। এই নিয়ে দ্বিতীয় স্ত্রী কয়েক বার ঝগড়াঝাটি হয়। শুক্রবার সকালে তাদের এই অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ।
মেম্বার বেল্লাল হোসেন জানান,আজহারুল ইসলাম গ্রামে ভাড়া থাকতেন। স্থানীয় মানুষের ফোন পেয়ে আমি ও গ্রাম পুলিশ এসে তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। এই সময় স্ত্রী বিষ পান করা অবস্থায় ছিলো এবং বোয়ালিয়া গ্রামের আজহারুল ইসলামে গোপন অঙ্গ কাটা ছিলো। সাংবাদিক রুবেল হোসেন জানান, সকাল আনুমানিক সারে ৫ টায় স্থানীয় মানুষেরা জানান বাড়ি থেকে কেমন যেন শব্দ আসছে। পরে আমি মেম্বার চৌকিদার নিয়ে ঘরে ডুকে দেখি যে দুই জনে অচেতন হয়ে পরে আছে। পরে কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পাওয়া মাত্র কলারোয়া থানা ওসি রফিকুল ইসলাম ঘটনা স্থানে ছুটে আসেন। তবে এই বিষয়ে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।