ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত

50
এনামুল কবির, স্টাফ রিপোর্টার :-
জানুয়ারি ১০, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায়”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে।বানারীপাড়া পৌরসভার হল রুমে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার অনিক নিলয়, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী মো: আশিকুর রহমান, পৌর প্রকৌশলী মো: মহসিন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মো: রফিকুল ইসলাম তালুকদার, পৌর উপ-সহকারী প্রকৌশলী আফিফা ইয়াসমিন, বানারীপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, জাকির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, ডাঃ তাওহীদুল ইসলাম, সাব্বির হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। এসময় উপস্থিত শিক্ষার্থীর মধ্যে থেকে প্রতি দলে ৬ জন শিক্ষার্থী নিয়ে ছয়টি দল গঠন করে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক ৩০ মিনিটের  প্রতিযোগিতামূলক প্রতিবেদন লেখার পর্ব অনুষ্ঠিত হয়।

লিখিত প্রতিবেদনটি পরবর্তীতে ৪ মিনিট উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাইকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয় শিক্ষার্থীরা। সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের করনীয় কি, কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সময়োপযোগী উত্তর ও ভাবনা প্রকাশ করে  টিমের দলনেতা সহ অন্যান্য শিক্ষার্থীরা। প্রতিযোগিতামূলক পর্বে প্রতিটি দলই সুন্দর ভাবে তাদের নির্দিষ্ট বিষয়টি তুলে ধরে এবং সকলের সামনে ফুটিয়ে তোলে। ছয়টি দলের মধ্য থেকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল এবং ভোকেশনাল শাখার নবম ও দশম শ্রেণীর দলটি প্রথম স্থান অধিকার করে।

দলনেতা ফারিয়া আলমমের নিখুঁত উপস্থাপনায় সহযোগিতা করে মেহতাহুল জান্নাত ইফতি, ভোকেশনাল শাখার তন্বি খানম, তানজিলা সরদার, জেনারেল শাখার তানহা জুবায়রা, ঐশী সাবরিন । তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক  অনুষ্ঠিতব্য কর্মশালায় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।