ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন ভূইয়া যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাপ্টেন ইমতিয়াজ এর নেতৃত্বে যৌথবাহিনীর টহল টিম চন্ডিপাশা ইউনিয়নের সুরুজ মিঞার বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূইয়াকে গ্রেফতার করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন ভূইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ স্থাপনায় সহযোগিতা, অবৈধ গরুর হাট বসানো সহ বিভিন্ন দূর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দূর্নীতিঅভিযোগে একাধিক জাতীয় পত্রিকায় বিভিন্ন দূর্নীতির সংবাদ প্রকাশিত হয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।