বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় আমড়া গাছের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামের নুর ইসলামের পুত্র জহিরুল ইসলাম(২৫) বাড়ির পাশের আমড়া গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি করানে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
জানাগেছে, ২১ এপ্রিল রবিবার আনুমানিক সকাল দশটা দিকে জহিরুল ইসলামকে গাছের সাথে ঝুলতে দেখে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। এরপর বাড়ির আশেপাশের লোকজন উদ্ধার করে।
এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।