বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুরে হিট স্ট্রোকে আব্দুস সালাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।জানা যায়, আ. সালাম নামের ঐ কৃষক গরুর ঘাস কাটার জন্য মাঠে যায়। প্রচন্ড তাপদাহের ভিতর কাজ করতে করতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠে অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাথায় পানি দিতে থাকে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই কৃষক আ. সালামের মৃত্যু হয়।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, প্রচন্ড রোদে ফসলি আবাদে কাজ করার সময় তার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।