ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

50
admin
এপ্রিল ২৬, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি রাখাল মারা গিয়েছে।

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮৪৮ নং আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৯নং সাব পিলারের পাশে ভারতীয় অংশে,বিএসএফ ১৬৯ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দলের গুলিতে ২৬ এপ্রিল শুক্রবার ভোরে পাটগ্রাম হাসপাতালে মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃতঃ অপির উদ্দিনের ছেলে

নিহতের পরিবার জানায়,বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকু সহ কয়েকজন গরুর রাখাল শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যায়।এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সামনে পড়লে রাখালদের উদ্দেশ্য করে বিএসএফ গুলি ছোড়ে,এতে ডাকু গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে এসে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের নায়েব সুবেদার নুরুল আমিন বলেন,বিএসএফ গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহতের ঘটনা শুনেছি।পাটগ্রাম থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশটি সুরতহাল করেছে।আমরা বিএসএফ কে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি।’

নিহতের মা মমতা বেগম পুত্র শোকে কাতর,তিনি চোখের জল মুছে বলেন, ‘আবুল কালাম ডাকু এখনও বিয়ে করে নি, এবার বিয়া করার কথা ছিল। কিন্তু কী অপরাধের জন্য বিএসএফ তাকে গুলি করে হত্যা করলো,আমি এই হত্যার বিচার চাই।

পাটগ্রাম থানার ওসি মোঃ আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এঘটনায় একটি ইউডি মামলা করা হবে।’

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।