ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন নিহত

50
admin
এপ্রিল ২৬, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালক ও সবজি বিক্রেতা সহ ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,ভ্যান চালক মো.সেলিম (৪০) ও দুই সবজি বিক্রেতা আব্দুস সালাম (৫০) ও ছানোয়ার হোসেন (৪৫)।

নিহত ভ্যান চালক মো. সেলিম (৪০) সদর উপজেলার চান্দির চর এলাকার বাসিন্দা ও দুই সবজি বিক্রেতা আব্দুস সালাম (৫০) সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে ও ছানোয়ার হোসেন (৪৫) একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান,নিহত দুই সবজি বিক্রেতা সকালে মানিকগঞ্জের জাগীর আড়ত থেকে সবজি কিনে একটি ভ্যান যোগে এলাকায় ফেরার পথে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে তাদের বহন করা ভ্যানটিকে একটি কভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই দুই সবজি বিক্রেতার মৃত্যু হয় এবং ভ্যান চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।