নিজস্ব প্রতিবেদক
দেশের তিন জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয় জন।
বৃহস্পতিবার (২ মে) সকালে এসব হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজারে দুই, রাঙামাটিতে তিন এবং খাগড়াছড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাঙামাটি সদরের সিলেটিপাড়ার বাসিন্দা মো. নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার বাহারজান বেগম (৫৫) এবং সাজেকের লংথিয়ানপাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।
কক্সবাজারের পেকুয়ায় আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বজ্রপাতে দুজন নিহতের খবর নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন- রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরফাতুর রহমান (২০) ও মগনামা ইউনিয়নের কুদাইল্যাদিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩৯)। তবে দিদারুল কয়েক বছর ধরে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকায় বসবাস করে আসছিলেন।
এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন আরাফাত উপজেলার বড়নাল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে।