ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সাংবাদিকতা একটা মহান পেশা যা একটি সমাজ বা রাষ্ট্রের দর্পণ স্বরূপ। সমাজ বা রাষ্ট্রের নানান সুবিধা অসুবিধা একজন সংবাদকর্মী গনমাধ্যমে প্রকাশ করেন।
যা থেকে সরকার, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সমাজ বা রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করেন । গনমাধ্যমে এই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নানা বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়।
এই বাধা বিপত্তি মোকাবেলা করতে প্রতি বছর মে মাসের তিন তারিখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয় বিশ্ব ব্যাপী । মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও তার সঠিক সমাধান বের করতে নিজেদের মধ্যে আলোচনা এবং ঐক্যতার বিকল্প নেই ।
সেই আলোকে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ শুক্রবার বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মিডিয়া কর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সিনিয়র সংবাদকর্মী জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক সন্তোষকুমার দত্ত, ফোরামের সহসভাপতি আনসার আলী, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক এসএম শহীদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, যুগান্তরের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক জহিরুল হক মিলন , আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদত ইমরান, ,সংবাদকর্মী মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা নিয়ে বিস্তর আলোচনা হয় ।