ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে প্রত্যাশা সংগঠনের সেবাধর্মী কর্যক্রম

50
admin
জানুয়ারি ১১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

 স্টাফ রিপোর্টার: ওমর ফারুক, নরসিংদী

আর্ত মানবতার সেবায় নিয়োজিত সম্পূর্ণ অ-রাজনৈতিক সেবাধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন। নরসিংদীর উদ্যোগে বৃহস্পতিবার নরসিংদী জেলার শিবপুর থানাধীন দুলালপুর দরগাবন্দ গ্রামের ভূঁইয়া বাড়ি জামে মসজিদে লাশ বহণ ও লাশ গোসল করানোর জন্য স্টীলের খাটিয়া প্রদান করা হয়। প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর প্রতিষ্ঠাকালীন সদস্য আতিক শিকদার সবুজ এবং মো: হানিফ খান মসজিদ কমিটির নিকট ফাউন্ডেশনের পক্ষে খাটিয়া দুটি হস্তান্তর করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীরা জানান, ইতিপূর্বে এলাকায় কেউ মারা গেলে তাদের মসজিদে মরদেহ গোসলের খাটিয়া ও লাশ বহণের খাটিয়া না থাকায় দূরবর্তী এলাকার মসজিদ থেকে তাদের খাটিয়া সংগ্রহ করতে হতো। ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি স্টীলের খাটিয়া উপহার পাওয়ায় গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন।

প্রত্যাশা ফাউন্ডেশন, নরসিংদী নামে সম্পূর্ণ অ-রাজনৈতিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানটি ১লা জানুয়ারী ২০২৪ সালে কয়েকজন পরোপকারী ও প্রচারবিমুখ যুবকদের সমন্বয়ে গঠিত হয়।ইতিপূর্বে গরীব ও হকদারদের মাঝে রেডি গার্মেন্টস ও শীতের কম্বল বিতরণ কর্মসূচিতে এই সংগঠনটি প্রায় ৩০০ জন ব্যক্তির মাঝে সামগ্রী বিতরণ করে। এই সংগঠনের সদস্যরা বিনামূল্যে রক্তদান, দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা ও পড়াশোনার খরচ প্রদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প, বিধবা ও এতিমদের জন্য টিউবওয়েল বিতরণ, বেওয়ারিশ ও গরীব মৃত ব্যক্তির দাফনের খরচ বহণ, গরীব পরিবারের কন্যা সন্তানদের বিবাহের খরচ প্রদান, দূর্যোগকালীন ত্রাণ বিতরণ, বয়স্কদের আরবি ও বাংলা শিক্ষা প্রদান, বৃক্ষরোপণসহ অসহায় ও ছিন্নমূল পশু-পাখিদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসা প্রদানসহ যাবতীয় সেবাধর্মী কর্মকান্ড পরিচালনা করে আসছে।

নরসিংদীতে প্রত্যাশা সংগঠনের সেবাধর্মী কর্যক্রম

সংগঠনের সদস্য হানিফ খান ও আতিক শিকদার সবুজ জানান, আগামীতে তারা এই সংগঠনের মাধ্যমে গরীব ও সুবিধা বঞ্চিত মানুষদের ফ্রি এম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করবেন।

এই সংগঠনের সদস্যরা স্বপ্রণোদিত হয়ে নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে সেবাধর্মী কর্মকান্ড পরিচালনা করেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।