ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই নদীতে ডুবে এক যুবকের মৃত্যু

50
admin
মে ৫, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বুলবুল ইসলাম খানসামা, দিনাজপুর:

দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে ডুবে মিলন ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিলন পশ্চিম গোবিন্দপুর গ্রামের ঘাটপার এলাকার ঝালমুড়ি ও ফুসকা ব্যবসায়ী আব্দুর রহিম ছেলে।

উপজেলার পশ্চিম ঘাটপার ভিউ পয়েন্টের সামনে আত্রাই নদীতে রোববার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মিলনের মৃগীরোগ ছিল। এ ভয়ে তার পরিবার তাকে নদীতে নামতে দেয় না। আজ ৫/৬ মিলে পরিবারের অগোচরে নদীতে গোসল করতে নামে। এক সময় মিলন ডুবে যায়। এরপর তার সঙ্গীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় স্থানীয়দের ডেকে আনে।

পরে ডুবে যাওয়ার ২০ মিনিট পর উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খানসামা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোতালেব ইসলাম বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।