নাজির হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি ;
কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৩ দিন ব্যাপি কন্দাল জাতীয় ফসলের উপরে কৃষি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে থেকে শুরু হয়ে ৮ মে বুধবার পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। এ বছর মেলার প্রধান আকর্ষণ ছিলো ওল ফুল।বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ই মে বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা কৃষিবিদ সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকতা কৃষিবিদ ইকবাল হোসেন।কলারোয়া কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ সহ কলারোয়া উপজেলা কৃষি অফিস এর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন
তবে এবছর কৃষি অফিস কলারোয়া মেলায় কৃষক আকর্ষন করতে ব্যার্থ হয়েছে। নাম মাত্র মেলা অনুষ্ঠিত হয়েছে ২ প্রকার কচুর বেট, মেটি আলু,ওল,পটল,কলা,কচুর লতি,মিস্টি আলু,কাঠাল,কলারোয়ার একটি নার্সারি,পোকা নিধন উপকরণ দিয়ে মেলা তৈরি হয়েছে। এতে কলারোয়া উপজেলার একাধিক কৃষক এতে অংসগ্রহণ করতে না দেখা গেলেও, প্রথম,দ্বিতীয়,তৃতীয়, চতুর্থ ধাপে পুরস্কার ব্যাবস্থা ছিলো।
এবিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ বলেন, কন্দাল জাতীয় ফসলের মধ্যে ৬ টি ফসল তার জন্য মেলার আকর্ষন বৃদ্ধি করতে বিভিন্ন ফল রাখা হয়েছে। তবে কৃষি কর্মকর্তা এরা কৃষকদের আকর্ষন করতে সক্ষম হয়েছে বলে দাবি রাখেন।