ওসমান গনি, মুন্সিগঞ্জে জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে ৬ শতাধিক আওয়ামী নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখেন এলজিইডি অধিদপ্তরের যুগ্ম পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ। এতে মুন্সিগঞ্জ ৩ আসনের (মুন্সিগঞ্জ সদর -গজারিয়া) সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সিনেমা উপভোগ করেন।বুহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহরের পান্না সিনেমা হলে প্রদর্শিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি উপভোগ করেন তারা।
এ সময় প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মূলত তরুণদের দেখা উচিত। আমি নিজে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছি। নতুন প্রজন্ম, যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শুনেছে জাতির পিতা বঙ্গবন্ধু সংগ্রামের জীবন, সপরিবারে হত্যাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এ সিনেমায়। তাদের সিনেমাটি দেখা প্রয়োজন।সিনেমাটি দেখলে শিশু, কিশোর ও তরুণ সমাজ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।
এসময় উপস্থিত মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী সহ সুশীল সমাজ, যুবক সমাজ,বিপুল সংক্ষক জনগণ প্রদর্শিত সিনেমাটি উপভোগ করেন।