মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় রেল প্রজেক্টের কাজে নিয়োজিত লড়ির (অজ্ঞাত) সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার কাপুড়িয়া সদরদী রেল সড়কের আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মোরাদ মোল্লা আহত হয়েছেন। নিহত হলেন- পৌরসভার কাপুরিয়া সদরদী এলাকার দেলোয়ার শিকদারের ছেলে মোঃ নিশাদ শিকদার (২৪)। প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী সূত্রে জানা যায়, নিহত নিশাদ ভাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
এ সময় রেল সড়কের আন্ডারপাস সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা রেলপথ সড়কের কাজে নিয়োজিত একটি লড়ীর সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে নিশাদ ছিটকে লড়ীটির চাকার কাছে পড়ে গেলে আহত হয়। পরে, আমি গাড়ির চালককে গতিরোধ করতে বলি। চালক লুকিং গ্লাসের মাধ্যমে পেছনে আমাকে পড়ে থাকতে দেখে। এ সময় চালক দ্রুত গতিতে লড়ীটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে লড়ীটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়ে নিশাদ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সাথে সমবেদনা জানিয়েছেন রেল সড়ক প্রজেক্টে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, নিহত নিশাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।