ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে বেশি লাভের আশায় বাজারে অপরিপক্ক লিচু

50
admin
মে ১৪, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে পৌরশহরে আগাম অপরিপক্ক লিচু বিক্রির অভিযোগ উঠেছে।ব্যবসায়ী বলেছে আগাম লিচু করলে দাম ভাল পাওয়া যায় তাই বিভিন্ন বাগান থেকে লিচু সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি।তবে একজন লিচু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,অনেক বাগানে লিচু চুরি হয়ে যাচ্ছে। আর বাগানে লিচুর এবার ফলন কম।এরমধ্যে  যে খরা দেখা দিয়েছে এতে  গাছ থেকে ঝরে যাচ্ছে। আরেক ব্যবসায়ী বলেন,এই লিচু এখন বিক্রি করছি ২০০-২৫০টাকা দরে।অনেক সৌখিন মানুষ বাসার ছোট ছোট ছেলেমেয়েদের খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে।
তবে কৃষি কর্মকতারা বলেছে,খাওয়ার উপযোগী লিচু বাজারে আসতে আরো ৮-১০ দিন লাগবে।এখন যেগুলো বাজারে বিক্রি হচ্ছে এগুলো অপরিপক্ক লিচু।
মঙ্গলবার দুপুরে পৌরশহরে অপরিপক্ক লিচু বিক্রি করতে দেখা গেছে।লিচু কিনতে অনেক আগ্রহী ক্রেতাকে দেখা যায়।আবু তালহা নামে এক ক্রেতা  বলেন,লিচুর এক অংশ লাল,আর বাকি অংশগুলোতে এখনো রং ধারন করেনি।ছেলে মেয়েরা খাবার চাচ্ছে তাই লিচু কিনলাম।
এবিষয়ে বদরগঞ্জ হাসপাতালে উপসহকারী কমিউনিটি চিকিৎসক ডাঃ সানোয়ার হোসেন বলেন, অপরিপক্ক লিচু খেলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এছাড়াও পেটের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।তাই এগুলো এখন এড়িয়ে চলায় ভালো
বদরগঞ্জ কৃষি কর্মকতার অতিরিক্ত দায়িত্বে থাকা সেলিনা আফরোজ বলেন,লিচু পরিপূর্ণ হতে আরো ৭-১০লাগবে।এখন যেগুলো বাজারে বিক্রি করছে সব অপরিপক্ক লিচু।
এবিষয়ে রংপুর জেলার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্মকতা আজহারুল ইসলাম বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বাজার মনিটরিং করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।