দিদারুল আলম জিসান কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার মনুপাড়ার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুইজন হলেন খুরুশকুল এলাকার আব্দুল খালেক ও ইয়াছিন আরাফাত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান সিদ্দিকী।
তিনি বলেন, সকালে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় খালের পাশে দুইটি মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। নিহত দুজনই পেশায় জেলে ছিলেন। দুইদিন আগে তারা সাগর থেকে মাছ শিকার করে আসেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনই নিশ্চিত না।
পুলিশ ময়নাতদন্তের পরে বলতে পারবে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, একটি খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।