স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া মোড় এলাকার একটি বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নাওসোলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবকের সঙ্গে দেড় বছর আগে সুমাইয়ার বিয়ে হয়।
বিয়ের পর দিন বাবার বাড়িতে চলে আসে। পরে কোনদিন স্বামির বাড়িতে যায় নি।
সুমাইয়ার বাবা হাফিজুর রহমান জানান, আমর ৩ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। ওর মাথায় সমস্যা ছিল। আমরা বাড়ির পাশে ধান শুকাতে সবাই গিয়েছিলাম। সুমাইয়া আমাদের থেকে বাড়িতে আগে চলে আসে।
আমরা বাড়ি ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। বাহির থেকে ডাকাডাকি করলে কোন সাড়া দেয় নি সুমাইয়া।
পরে ঘরের দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, আত্নহত্যার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।