স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সর্বস্তরের মানুষ। বিগত ৫০ বছরে এতো পানি দেখেনি বানারীপাড়াবাসী।
ঘূর্ণিঝড় রেমাল! বানারীপাড়াবাসী চিরদিন মনে রাখবে। মনে রাখবে এর তান্ডবের কথা। কেননা এর তান্ডবের হাত থেকে রক্ষা পায়নি কোন মানুষ। ৮০ শতাংশ মানুষের ঘরে পানি উঠে গেছে। বিগত ৫০ বছরেও এতো পানি দেখেনি বানারীপাড়ার মানুষ। গৃহহীন হয়েছে অনেক মানুষ, প্রচার প্রচারণার অভাবে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি কেউ। বুঝে ওটার আগেই ঘরে পানি। দিগবিদিক হয়ে ছুটে চলছে নিরাপদ স্থান। শেষ রক্ষা হয়নি অনেকরই। এমন হৃদয়বিদারক দৃশ্য হয়ত মানুষ নাটক সিনেমায় দেখলেও এবার দেখেছে বাস্তবে।
ক্ষয়ক্ষতি: সর্ব প্রথমেই আশে মৎস্য সেক্টর। বানারীপাড়ার মৎস্য চাষীরা এক কথায় সর্বশান্ত। পর্যাপ্ত ব্যাবস্থা নেয়ার পরও শেষ রক্ষা হয়নি।
বন্দর বাজারের ব্যাসায়ী, বিভিন্ন দোকানে পানি উঠে মালামাল নষ্ট হয়ে যায়, ধান- চালের গোডাউনে পানি উঠে ভিজে যাওয়া, মিল কারখানায় পানি উঠে ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা গেছে।
এছাড়াও কৃষি জমিতে পানি উঠে নষ্ট হওয়ার আশংকা রয়েছে। ভেঙ্গে পড়েছে গাছ পালা।
মারা গেছে গৃহপালিত পশু, ভেঙ্গেছে ঘর। যাদের পশু পাখি জীবিত আছে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বসত ঘর লন্ডভন্ড, পানিতে মাটি নরম হয়ে ধসে পড়েছে।
তবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, কোন রকম মাইকিং কিংবা সচেতনতা মূলক কোন কার্যক্রম না হওয়ায় ক্ষতির পরিমান বেশি হয়েছে। আশ্রয়কেন্দ্রে যেতে বিলম্ব হয়েছে।