ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো ৯ম শ্রেনীর শিক্ষার্থী

50
admin
মে ২৮, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মো: আনাস (১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জপুলস্থ ডিএনডি খাল থেকে বাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ্ব আলমাসের ছেলে ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্যে বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল মো: আনাস। কিন্তু ঘূর্ণিঝাড়ের কারণে পরিক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে আসলেও সে আর বাসায় ফিরেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। হঠাৎ আজ সকালে শুনতে পায়, আনাসের মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাততদৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত না করার সম্ভাবনাই বেশি। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানতো না, তাই হয়তো খালে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো মরদেহ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।