ঢাকাবৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

50
admin
মে ৩০, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

 মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ সদর  ও সাটুরিয়া  উপজেলায়।

সদর উপজেলায় মোটরসাইকেল প্রতিকে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে সুদেব কুমার সাহা এবং সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেল প্রতিকে বিজয়ী হয়েছেন মোঃ শাহজাহান আলী।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।

রাতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন দুই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

মানিকগঞ্জ সদর উপজেলায় বিজয়ী হলেন যারা,মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা ৩৪০০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী ইসরাফিল হোসেন কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৩১৫৫৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে ৩৭৯৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আব্দুল লতিফ তোতা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী সাদিকুল ইসলাম সোহা, তালা প্রতিকে পেয়েছেন ২৪৯৪১ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকে ৪০১২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন সুমি খানম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা আক্তার কলস প্রতিকে পেয়েছেন  ৩৬২২১ ভোট।

সাটুরিয়া উপজেলায় বিজয়ী হলেন যারা,সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান আলী ২২৮৩২  ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আমজাদ হোসেন লাল মিয়া, কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ১৫৩৬১ ভোট।

ভাইস  চেয়ারম্যান পদে  মাইক প্রতিক নিয়ে ২০৪২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন মো. সোহেল রানা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার তালা প্রতিকে পেয়েছেন ৭২৬৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  প্রজাপতি প্রতিকে  ৪২১৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন মুন্নি আক্তার।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার ফুটবল প্রতিকে পেয়েছেন ১৩৫১১ ভোট।

উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলার ফলাফল ঘোষণা দিতে বিলম্ব করায়  এবং কারচুপির  অভিযোগে সন্ধ্যার পর প্রায় ১ ঘন্টা সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা আরিচা মহাসড়কে মোটরসাইকেল প্রতিকের সমর্থকেরা অবরোধ করে রাখেন। পরে পুলিশ, র‍্যাব, ও বিজিবি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।