অন্তবর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই স্লোগান কে সামনে রেখে জামালপুরে ৩৩ তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সিভিল সার্জন অফিসের ডা: সাব্বির আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ইসরাকী ফাতেমা, ঝাওলা গোপাল কলেজের সহকারী অধ্যাপক মো: মোকলেছুর রহমান হারুন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চানালয়ে ছিলেন জামালপুর জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, শহর সমাজসেবা অফিসার ফারুক মিয়া, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, সিডিডি এর প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কান্ত রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগন। আয়োজনে:- জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর। সহযোগিতায়:- প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ, জামালপুর।