মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা দিনের বেলায় সাংবাদিকের বাসার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার রিপোর্টার গাজী মাহমুদ পারভেজ এর আম্মার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চোররা বাসার ভেতরে ঢুকে তার আম্মার ব্যবহৃত হাতের দুইটা আংটি ও গলার একটি চেইন এবং ঘরেতে থাকা ২৫-২৬ হাজার টাকা ক্যাশ নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের গাজী বাড়িতে এ-ই চুরির ঘটনা ঘটে।
গাজী মোহাম্মদ পারভেজ বলেন, আমি ব্যক্তিগত কাজে সোমবার বিকালে ঢাকায় আসি প্রতিবেশী সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ আক্তার সাহেব এর মাধ্যমে জানতে পারি আম্মার ঘরের পশ্চিম পাশের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা আরও দুটি দরজার ভেঙ্গে স্টিলের আলমারি, ওয়াল শোকেসের ব্যবহৃত সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র, জায়গা জমির দলিল পত্র, স্বর্ণালংকারসহ কিছু ক্যাশ টাকা নিয়ে যায়।
তিনি আরো বলেন, তার আম্মা সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাড়ির কাজকর্ম শেষ করে হোসেন্দী বাজারে কিছু কেনাকাটা এবং ঔষধ আনার জন্য যায় সেখান থেকে বাড়িতে ফিরে এসে দেখে তার দরজার তালা ভাঙ্গা এবং সামনে দুইটি দরজায় খোলা ঘরের এই অবস্থা দেখে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা জ্বর হয়।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বাদশা বলেন, আমি বাড়িতে চিল্লাপালার শব্দ শুনে এসে দেখি সাংবাদিকের আম্মুর ঘরে তালা কেটে দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি উপজেলা আইন প্রয়োগকারীদের বিনীতভাবে অনুরোধ জানাই এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত চোরদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হউক।
তিনি আরো বলেন আগামী শুক্রবারে জুম্মার নামাজের পর মুরুব্বীদের সাথে নিয়ে গ্রামে এসব চুরি ডাকাতির ঘটনা যেন না হয় সে বিষয়ে একটি সচেতনতামূল আলোচনা করবো।
সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ আক্তার মেম্বার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই ঘটনায় আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে গজারিয়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করবো গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আবু আব্দুল্লাহ জানান, সাংবাদিকের আম্মার বাসায় চুরির ঘটনার খবর শুনেছি। সেখানে পুলিশও পাঠিয়েছি। এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে