মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলায় মহাসড়কের বালুর ঢিবির পাশে খেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর চৌধুরীপাড়া এলাকার একটি খেত থেকে বৃদ্ধা ঐ মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ভাষ্য, পথচারীরা সড়কের পাশে একটি খেতে মহিলাটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিম মহিলার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।